বারেক মিয়া জেলে মানুষ। নৌকা তার জীবন। ঢেউয়ের বুক চির নৌকা নিয়ে চলে যায় দরিয়ার মাঝে। এদিকে ডাঙ্গায় থাকা সজনেরা অপেক্ষায় থাকে কবে ফিরবে আপনজনের নৌকা। ঝড়, দরিয়া ও জেলেদের জীবন সংগ্রামের গল্প অবলম্বনে রাহুল রাজ এর রচনা ও নিপা মোনালিসার নির্দেশনায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠী এবার ঈদের নিয়ে আসছে জল-জীবন।
এরইমধ্যে বাংলাদেশ টেলিভিশনে নাটকের ধারণ কাজ শেষ হয়েছে। ঈদের তৃতীয় দিন সকাল ৯ টা বিটিভিতে নাটকটি প্রচার হবে।
নাটকটি নিয়ে নির্দেশন নিপা মোনালিসা জানান, কাব্য বিলাস নাট্য গোষ্ঠী সব সময় ভিন্ন ধারার গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়। ঈদ আনন্দে সবাই যখন প্রিয়জনের সাথে আনন্দ করবে তখন দরিয়ার মাঝে জেলেরা কীভাবে নিজেদের জীবন পার করে সেই চিত্র তুলে ধরতেই ভিন্ন ধারার এই প্রয়াস। আশা রাখি নাটকটি সবার ভাল লাগবে।
এ নাটকটি আগামীতে ভারতের আর্ন্তজাতিক নাট্য উৎসবে প্রদর্শন করা হবে বলেও তিনি জানান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, অমিও, উৎপল, কামরুজ্জামন, প্রমিয়া, পিউলি, স্মৃতি, ইতি, আরিফ, মামুন, কাউসার, রাকিব, হৃদয়, পুষ্প, নিবেদিতা, মালিহা এবং নিপা মোনালিসা।
প্রেস বিজ্ঞপ্তি
আপডেট, বাংলাদেশ সময় ১১: ০৫ পিএম, ৬ জুন ২০১৭, মঙ্গলবার
ডিএইচ