চাঁদপুরের ফরিদগঞ্জে আবারো পানিতে পড়ে রাফি নামের শিশুর করুন মৃত্যু হয়েছে।
১৩ মে বুধবার উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে দেড় বছর বয়সী শিশু রাফির করুন মৃত্যু হয়। রাফি পশ্চিম রুপসা বেপারি বাড়ির সৌদি প্রবাসী লিটন হোসেনের ছোট ছেলে।
বেপারি বাড়ির মো: কামরুজ্জামান জানান, প্রবাসী লিটন হোসেনের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি প্রবাসে থাকায় তার স্ত্রী শিউলি বেগম দুই পুত্র সন্তানকে নিয়ে তার বাপের বাড়িতে থাকেন।
সকালে রাফি বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। রাফির মা শিউলি বেগম দুই পুত্র সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে রাফি বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলারত অবস্থায় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।
তাকে প্রথমে ডাকাডাকি ও খোঁজাখুঁজির একপর্যয়ে শিশুটি ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক র্শিশুটিকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেদক:শিমুল হাছান,১৪ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur