ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সবিহীন এবং ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে ৮টি গাড়ি থেকে ৫৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত।
রবিবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্ষালয়ের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা। কাগজপত্র পরীক্ষা করেন বিআরটিএ এর সহকারি পরিচালক(ইঞ্জিঃ) শেখ মোঃ ইমরান।
চাঁদপুর বিআরটিএ এর সহকারি পরিচালক (ইঞ্জিঃ) শেখ মোঃ ইমরান জানান, বেপরোয়া ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস বিহীন পিকআপ, মোটর সাইকেল ও সিএনজির কাগজ পত্র পরীক্ষা করে মোট ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করে এ জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিদিনই অপ্রাপ্ত বয়স্ক চালক, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়িতে বিআরটিএ এ অভিযান চলবে।
প্রতিবেদক- আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur