Home / সারাদেশ / অ্যাড. মো. ইয়াসিনের দাফন সম্পন্ন
অ্যাড. মো. ইয়াসিনের দাফন সম্পন্ন

অ্যাড. মো. ইয়াসিনের দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. মো. ইয়াসিন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮ টা ৫০ মিনিটে ঢাকার এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না….রাজিউন)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দু’দফা জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

শহরের ট্রাকরোড আল-আমিন একাডেমি মাদ্রাসা মাঠে বাদ যোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন গাছতলা দরবারের পীর খাজা ওয়ালি উল্লাহ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অস্যংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বসবাস করতেন শহরের নতুনবাজার এলাকার ১শ’ ৫০ মেঘওয়াট বিদ্যু কেন্দ্রের সামনে।

জানাযার পূর্বে মরহুমের জীবনীর উপর আলোচনায় অংশ নেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, পিপি অ্যাড. আমানউল্লা, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাড. শেখ মো. আবুল খায়ের সালেহ, অ্যাড. জসিম পাটওয়ারী, মরহুমের বড় ছেলে অ্যাড. আব্দুল্লা আল মাসুদ প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, মরহুমের ছোট ছেলে অ্যাড. আব্দুল্লা আল মামুনসহ জেলা আইনজীবী সমিতির সদস্য, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগন।

এদিকে মরহুমের প্রথম জানাযা শেষে তাকে নিজ গ্রামের বাড়ি সদর উপজেলা সাপদী এলাকায় নিয়ে বাদ আছর ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, মরহুম অ্যাড. মো. ইয়াসিন চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে দীর্ঘ ৫২ বছর ধরে সুনামের সাথে আইনপেশায় জড়িত ছিলেন। দীর্ঘ ১৪ বছর চাঁদপুর জেলায় জিপি হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুমের স্বরনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুমের শোক সভার আয়োজন করা হয়েছে।

সভায় সকল আইনজীবীদেরকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার ও সাধারণ সম্পাদক আলহাজ¦ অ্যাড. মুজিবুর রহমান ভুইয়া।

করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ০৭ : ৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ শনিববার
এইউ

Leave a Reply