চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৪শ’ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়েছে। ১৭ মে রোববার ভোর ৫টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সদস্যরা এই অভিযান চালায়।
চাঁদপুর জেলা কার্যাল জানায়, দেশের বর্তমান ভয়াবহ করোনা মহামারিতে মাদক নির্মূলে রোববার বিশেষ অভিযান পরিচালো হয়। এসময় চাঁদপুর শহরের বাবুরহাট ও পশ্চিম কুমার ডুগি (গাজি বাড়ী) অভিযান করে মো. ওমর ফারুক (৩০) এর দেহ তল্লাশীকরে ২শ’ পিস ইয়াবা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। এরপর ফারুকের দেয়া তথ্য মতে আসামী আবেদ গাজী (৪৩) এর বসতঘর তল্লাশী করে আরো ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায় আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ১৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur