চাঁদপুর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ মে) রাত ১১ টায় ১৮পিছ ইয়াবাসহ যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত যুবক চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়ক এলাকার মো. আনোয়ার হোসেন সরকারের ছেলে রবিউল হাসান রনি (২৪)।
পুলিশ জানায়, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম ও এএস আই রিপন দেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দক্ষিণ বিষ্ণুদী দর্জিঘাট আজিজ স্টোরের সামনে থেকে তাকে আটক করেন।
এসময় পুলিশ তার শরীর তল্লাশী করে ১৮ পিচ ইয়াবা উদ্ধার করে।
আটক রনির বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রাব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছ বলে জানিয়েছেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
প্রতিবেদক-কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ০১ : ০৫ এএম, ১৬ মে ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur