চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩জন মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৬ পিস ইয়াবা।
আগস্ট বুধ (১৫ আগস্ট) ও বৃহস্পতিবার ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী এ অভিযানের নেতৃত্ব দেন।
আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসআই জাহাঙ্গীর জানান, বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে পূর্ব জাফরাবাদ গাজী বাড়ি এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বেজি সুমনকে(২৬) আটক করা হয়।
এর পর পূর্ব শ্রীরামদী মমিনবাগ সংলগ্ন ব্রীজের গোড়া থেকে তুহিন (৩৬) নামে আরেক মাদক বিক্রেতাকে ধরা হয়।
তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক তুহিন ওই এলাকার মৃত আউয়াল মাষ্টারের ছেলে।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় মধ্য শ্রীরামদী মাজার এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম ফরাজির ছেলে খলিল ফরাজিকে(২৬)গ্রেফতার করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur