চাঁদপুরে ১২০০ পিস ইয়াবাসহ রহিমা বেগম (৩৫) নামের ৮ মাসের অন্তসত্ত্বা নারীকে আটক করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে আটক নারী রহিমা বেগমকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।
আটক নারী কক্সবাজার জেলার আব্দুল হাকিমের স্ত্রী রহিমা বেগম। তার সাথে ২ বছরের পুত্র সন্তান রয়েছে এবং সেই নারী ৮ মাসের অন্তসত্ত্বা।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী লঞ্চঘাট এলাকায় সিএনজি স্ট্র্যান্ড এর সামনে রহিমা বেগম এর ভ্যানটি ভ্যাগ তল্লাশী করে ১২শ’ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
আটক রহিমা বেগম চাঁদপুর টাইমসকে জানায়, ৫ হাজার টাকার বিনিময়ে চাঁদপুরে ইয়াবাগুলো সে পৌছে দিতে এসেছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ জানায়, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৫ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur