Home / উপজেলা সংবাদ / হাইমচর / ইলিশ রক্ষা অভিযানে নীলকমল নৌ-পুলিশের সচেতনমূলক সভা
ইলিশ রক্ষা অভিযানে

ইলিশ রক্ষা অভিযানে নীলকমল নৌ-পুলিশের সচেতনমূলক সভা

আগামি ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২দিন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে নীলকমল নৌ-পুলিশের মা ইলিশ রক্ষায় সচেতনতা মূলক সমন্বয় সভায় প্রধান অতিথি চাঁদপুর জেলা নৌ-পুলিশের সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন বলেন,ইলিশ আমাদের জাতীয় সম্পাদ আর এ সম্পাদ বিদেশে রফতানী করেন বৈদেশেীক মুদ্রা আয় করে। এর একমাত্র অবদান এ দেশের সরকার, পুলিশ এমপি, মন্ত্রী নয় আপানাদের মত জেলের অবদান। প্রশাসনের একার পক্ষে ইলিশ সম্পাদ রক্ষা করা সম্ভব্য নয় যদি আপনারা সহযোগিতা না করেন ।

আমি আশা করি শতভাগ মা’ ইলিশ রক্ষা অভিযান সফল হবে। ৮ অক্টোবর,বৃহস্পতিবার বিকেলে চরভৈরবী মাছঘাটে অনুষ্ঠিত সভায় নীলকমল নৌ-পুলিশ ফাড়ি ইনর্চাজ আব্দুল জলিল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুুন প্রধানীয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য আড়ৎদার নজরুল ইসলাম ফকির, জেলে প্রতিনিধি মানিক দেওয়ান , আড়াৎদার ইউসুফ যূবায়ের শিমুল, জেলে দুলাল ছৈয়াল সহ জেলে, আড়ৎদার ও জেলে প্রতিনিধিরা ।

প্রতিবেদক:মো.ইসমাঈল,৮ অক্টোবর ২০২০