Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ১০৬ মণ ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড
ইলিশ

হাইমচরে ১০৬ মণ ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার দুইশ ৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ইশানবালা থেকে চার হাজার দুইশ ৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় মাছের সঙ্গে থাকা ট্রলার জব্দ করা হয়।

হাইমচর প্রতিনিধি, ৩০ মার্চ ২০২৪