Home / সারাদেশ / ইবি থেকে মাদ্রাসার সকল কার্যক্রম স্থানান্তর
IU Kustia
ইসলামী বিশ্ববিদ্যালয় ফাইল ছবি

ইবি থেকে মাদ্রাসার সকল কার্যক্রম স্থানান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে এতদিন চলে আসা মাদ্রাসা সংক্রান্ত কার্যক্রম গাজীপুরের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

ফলে এখন থেকে মাদ্রাসাবিষয়ক সকল কার্যক্রম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে।

এক ফ্যাক্সবার্তায় (২ আগস্ট) মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এই হস্তান্তরের কথা ইসলামী বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছে।

এতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (স্নাতক) এবং কামিলসহ (স্নাতকোত্তর) মাদ্রাসাসমূহের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক কার্যক্রম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যাস্ত ও পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

ফলে বুধবার থেকে ইবিতে মাদ্রাসাবিষয়ক সব কাজ বন্ধ রয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এখন বাড়তি চাপ থেকে মুক্তি পেয়েছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে মনযোগ দিতে পারবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘মাদ্রাসাবিষয়ক যে সকল দুর্নীতির গুঞ্জন এতদিন ইবিকে ঘিরে ছিল, তা থেকে আমরা মুক্তি পেলাম।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসা সংক্রান্ত সকল কাজ বন্ধ রয়েছে।’

তবে যেসব কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত ইবিতে জানায়নি বলেও জানান তিনি।

 নিউজ ডেস্ক: আপডেট: ১০:৪৩ অপরাহ্ণ, ০২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার