স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ইবতেদায়ি মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বুধবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার অবদান রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
বার্তা কক্ষ, ১২ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur