Home / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ার কারাগারে আগুনে পুড়ে ৪১ জনের মৃত্যু
কারাগারে

ইন্দোনেশিয়ার কারাগারে আগুনে পুড়ে ৪১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি জেলে ভয়াবহ আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির পশ্চিমাঞ্চলের বানতেন প্রদেশের জেলে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগারবিষয়ক দপ্তরের মুখপাত্র রিকা অ্যাপ্রিয়ান্তি বলেন, মঙ্গলবার রাত ১টা থেকে ২টার মধ্যে তংরেং জেলের ব্লক সিতে আগুন লাগে। আগুন নিভে গেছে। কর্তৃপক্ষ এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।

জানা যায়, কারাগারের সি ব্লকে মাদক-অপরাধ সম্পর্কিত মামলার আসামিদের রাখা হয়েছিল। ওই ব্লকে ১২২ জন রাখার মতো জায়গা ছিল।

তবে ওই ব্লকে আগুন যখন লাগে, তখন কত বন্দি সেখানে ছিল তা পরিষ্কার করে বলেননি রিকা। তবে তিনি জানান, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ছিল।
স্থানীয় কম্পাস টিভির বরাতে খবরে বলা হয়, এ ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। আর আটজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত।

সরকারি তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে অবস্থিত তংরেং জেলে দুই হাজারের বেশি বন্দি রয়েছেন, যা এ জেলের ধারণক্ষমতার কয়েকগুণ বেশি।