আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ কারো সাথে ঝগড়া -বিবাধ মারামারি করবেন না। কেই পায়ে পারা দিয়ে জগরা করতে চাইলে পাওটা সরিয়ে নিবেন। আচরন বিধ লঙ্ঘন করবেন না। নিজের হাতে কেউ তুলে নিবেন না। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিবেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন শনিবার ২৩ ডিসেম্বর বিকেলে দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর স্কুল এন্ড ডিগ্রী কলেজ মাঠে উঠান বৈঠক তিনি আরো বলেন, আজকের উঠান বৈঠক জনসভায় পরিনত হয়েছে। আপনাদের উপস্থিতি থেকে মনে হয় আপনারা নৌকাকে কত ভালোবাসেন। আমামী ৭ জানুয়ারী ভালোবাসার প্রমান দেখবো ভোটের মধ্যে। আমি জানি দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি। আশাকরি বিপুল ভোটে বিজয়ী করে তার প্রমান দেখাবেন। ইনশাআল্লাহ নৌকার জয় হবে। কেউ ঠেকাতে পারবে না।
দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব প্রধানের সভাপতিত্ত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রধানের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, মিজানুর রহমান এসি মিজান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাসুূদ আলম কাজল, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, দূর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা প্রধান, যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আরমান মুন্সি, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ফকরুল ইসলাম রনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন রনি, ছাত্রলীগের সদস্য জুবায়ের হোসেন জনি প্রমুখ।
প্রতিবেদক: কামাল হোসেন খান, ২৩ ডিসেম্বর ২০২৩