Home / চাঁদপুর / ইউপি নির্বাচন প্রসঙ্গে চাঁদপুর টাইমসের সাথে জেলা নির্বাচন কর্মকর্তার ভিডিও সাক্ষাৎকার
ইউপি নির্বাচন প্রসঙ্গে চাঁদপুর টাইমসের সাথে জেলা নির্বাচন কর্মকর্তার ভিডিও সাক্ষাৎকার

ইউপি নির্বাচন প্রসঙ্গে চাঁদপুর টাইমসের সাথে জেলা নির্বাচন কর্মকর্তার ভিডিও সাক্ষাৎকার

‘প্রশাসন, প্রার্থী ও ভোটারদের মাঝে সেতুবন্ধন তৈরি করে মিডিয়া’

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সর্বত্রই বইছে এখন ইউপি নির্বাচনের হাওয়া। ইতোমধ্যে ঘোষিত হয়েছে নির্বাচনী তফসিল।

সারাদেশের ন্যায় এই প্রথম দলীয় প্রতীকে চাঁদপুরের ৮ উপজেলার মোট ৮৯টি ইউনিয়নেও কয়েকটি ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।

চাঁদপুরের ইউপি নির্বাচন নিয়ে ‘নির্বাচনী হাওয়া ইউপি নির্বাচন ২০১৬’ নামে একটি বিশেষ আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘চাঁদপুর টাইমস’।

এ আয়োজনে চাঁদপুর টাইমস-এর সাথে একান্ত আলাপচারিতায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেছেন জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান।

এসব নির্বাচনে এখন পর্যন্ত জেলা নির্বাচন অফিসের প্রস্তুতি, দলীয় প্রতীকে নির্বাচন, মনোনয়ন গ্রহণকারীদের নিয়ে মতবিনিময় করা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্য কোনো বাহিনী থাকার সম্ভাবনা, সীমানা নির্ধারণসহ নানা জটিলতা ও প্রার্থী এবং ভোটারদের জন্য জেলা নির্বাচন অফিসের বিশেষ নির্দেশনা, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকার পাশাপাশি অনলাইন মিডিয়ার গুরুত্বও তুলে ধরেন জেলা নির্বাচন অফিসার।

চাঁদপুর টাইমস-এর দর্শকদের জন্য তার এই ভিডিও সাক্ষাতকার চিত্রটি তুলে ধরা হলো।

 

এমএ আকিব, প্রধান বার্তা সম্পাদক, চাঁদপুর টাইমস

 

আপডেট ০৩:৫১ পিএম, ০১ মার্চ ২০১৬, মঙ্গলবার

এমারআর/ডিএইচ