Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ইউপি নির্বাচন উপলক্ষে তরপুরচন্ডী আওয়ামী লীগের সভা
ইউপি নির্বাচন উপলক্ষে তরপুরচন্ডী আওয়ামী লীগের সভা

ইউপি নির্বাচন উপলক্ষে তরপুরচন্ডী আওয়ামী লীগের সভা

আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় ৬৫ নং দঃ তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, ২০০৮ সালের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আমাদের মাত্র ২জন প্রার্থী বিজয়ী হয়েছে। এর জন্যে আমরা নিজেরাই দায়ী। সে নির্বাচনে আমাদের নিজেদের মধ্যে অনৈক্য থাকার কারণে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। যে কারণে আমাদের অনেক প্রার্থীর বিজয়ী সুনিশ্চিত থাকা সত্ত্বেও হারতে হয়েছে। এবার অনৈক্যের কোনো সুযোগ নেই।

তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে প্রার্থী বাছাইয়ে ইউনিয়নের তৃণমূল নেতাদের ও মাঠের চাহিদাকে গুরুত্ব দিয়ে দলের প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক সদর উপজেলা আওয়ামীলীগ প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে দলীয় একক প্রার্থীর নাম পাঠাবে। এ ইউনিয়নের দলীয় প্রার্থীদের নাম নেওয়া হয়েছে। জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে দলের একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের সিদ্ধান্তের বাইরে যাবেন না। এ সিদ্ধান্তের বাইরে কেউ যদি দলের পরিচয় দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের ঐক্যই আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত।

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ খান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল।

ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ^াসের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল, সহ- সাংগঠনিক সম্পাদক এড. বুলবুল আহম্মেদ, প্রচার সম্পাদক আঃ সামাদ টুনু, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি আঃ মালেক দেওয়ান, জেলা যুবলীগের সদস্য হুমায়ন কবির সুমন।

মাজহারুল ইসলাম অনিক

|| আপডেট: ০৯:০২ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর