ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর,আশিকাটি,শাহমাহমুদপুর,রামপুর, মৈশাদী,তরপুচন্ডী,বালিয়া,চান্দ্রা,হানারচরসহ দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর।
২৯ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।
স্টাফ করেসপন্ডেট, ২৯ সেপ্টেম্বর ২০২১