Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত
গণটিকা

মতলব উত্তরে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেন্দ্রে বয়স্ক নারী-পুরুষসহ টিকা গ্রহণকারীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার সকালে ছেংগারচর পৌরসভা কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসিডা.মোঃ জাবেদ ইকবাল (রিয়াদ),ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, ছেংগারচর পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোরা বেগম, স্বাস্থ্য পরিদর্শক সুভাষ, মোঃ খলিলুর রহমান,সহকারী স্বাস্থ্য পরিদর্শক রোকেয়া বেগম,স্বাস্থ্য সহকারী মোঃ কামাল হোসেন, এফপিআই মারফত আলী মজুমদার, স্বাস্থ্য সহকারী রহিমা আক্তার, বিমল চন্দ্র দাস, শাহনাজ,সিএইচসিপি মোহন মোল্লা, আরিফ হোসেন ও মাহফুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে ১ হাজার ৫০০ টিকা প্রদানের টার্গেট নিয়ে কার্যক্রম শুরু করা হলেও টিকা গ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ টার্গেট ছাড়িয়ে গেছে। যারা এ দিন টিকা থেকে বাদ পড়েছেন তাদেরকে তার পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার প্রতি ইউনিয়নে ১৫০০ জনকে গণটিকাদান কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক