Home / জাতীয় / রাজনীতি / ইউনিয়ন পরিষদ নির্বাচন : এবার ভিন্ন কৌশলে এগুবে বিএনপি
ইউনিয়ন পরিষদ নির্বাচন : এবার ভিন্ন কৌশলে এগুবে বিএনপি

ইউনিয়ন পরিষদ নির্বাচন : এবার ভিন্ন কৌশলে এগুবে বিএনপি

আগামী মার্চে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পৌর নির্বাচনে সরকারি দলের কাছে পরাজয়ের পর নয়া কৌশল নিয়ে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

গত শনিবারে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। গত পৌরসভা নির্বাচনে সরকার দলীয়রা কিভাবে প্রভাব খাটিয়ে জয়লাভ করেছে, সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছে বিএনপি। আর এর উপর ভিত্তি করেই আগামী ইউপি নির্বাচনে জয়লাভের ম্যাপ তৈরি করেছে দলটি।

তৃণমূলের সৎ, শিক্ষিত, ও জনপ্রিয় নেতাদেরকেই মনোনয়ন দিবে দলটির সিনিয়র নেতারা। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের গুরুত্ব দিবে দলটি। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও মতামত নিবে বিএনপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য জানান, গত নির্বাচনগুলোতে সরকারী দলের নেতাকর্মীরা প্রশাসনের প্রভাব খাটিয়ে জয়লাভ করেছে। এরপরও বিএনপি আগামী ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে গত নির্বাচনগুলোতে সরকার দলীয়রা যা করেছে তা পর্যালোচনা করে নতুন কৌশল নিয়ে এগুতে চাচ্ছি আমরা। মানুষ তাদের ভোটাধিকার যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপির জয় সু-নিশ্চিত।

এদিকে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করার পর, নির্বাচনী বিধি নিষেধ পর্যালোচনা করে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিবে বিএনপি।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, আমরা হারানো গণতন্ত্র উদ্ধারের জন্য সংগ্রাম করছি। এর অংশ হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে বিএনপি। আসলে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। তারপরও সরকার যেহেতু করেছে, তাই যেতে হবে।

তিনি আরও বলেন, পূর্বের নির্বাচনগুলোতে সরকার কারচুপিসহ নানান অনিয়ম করেছে। তবে এবারের নির্বাচনে আমরা আরও সতর্ক থাকব। অতীতের ন্যায় যাতে কারচুপি না হয়।

|| আপডেট: ১০:১৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর