Home / উপজেলা সংবাদ / কচুয়া / পূর্ব সহদেবপুর ইউনিয়নের নাম পরিবর্তনের দাবি
কচুয়ায় ইউনিয়নের নাম পরিবর্তনের দাবী
প্রতীকী

পূর্ব সহদেবপুর ইউনিয়নের নাম পরিবর্তনের দাবি

চাঁদপুর কচুয়া উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে পূর্ব সহদেবপুর ইউনিয়নটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বলে মনে করেন স্থানীয়রা।

কচুয়া-সাচার-ঢাকা সড়কের মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া ইউনিয়নটির গুরুত্ব দিনের পর দিন বেড়েই চলেছে।

১৯৯৬ সালে পালাখাল বাজার সংলগ্ন প্রায় ৩০ শতাংশ ভূমির ওপর পরিষদ কমপ্লেক্সটি স্থাপন করা হয়। ১৫ গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নে বর্তমানে ৩৬ হাজার ৪০ জন ভোটার রয়েছে।

২৯নং পালাখাল মৌজায় অবস্থিত এ ইউনিয়নকে ৪নং ‘পালাখাল মডেল’ ইউনিয়ন হিসেবে বাস্তবায়নের দাবি এলাকাবাসীর।

পালাখাল মডেল ইউনিয়ন নামে রূপদানের লক্ষ্যে কাজ করছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।

এ নিয়ে গ্রামবাসীর দাবির সাথে একাত্মতা পোষণ করে ইউনিয়নে বেশ ক’বার সভা-সমাবেশ ও মতবিনিময় হয়েছে।

রোববার (৬ নভেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য ও সচিবকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সকল ইউপি সদস্যবৃন্দ ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের পরিবর্তে ৪নং ‘পালাখাল মডেল’ ইউনিয়ন হিসেবে এ ইউনিয়নের নাম করণের সর্বসম্মতি প্রস্তাব করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ চাঁদপুর টাইমসকে জানান, ‘আমি পালাখাল গ্রামের সন্তান এ জন্য নয়, সহদেবপুর নামে এ ইউনিয়নে কোনো গ্রাম নেই। ফলে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সর্বস্তরের মানুষ ‘পালাখাল মডেল’ ইউনিয়ন নামে ইউনিয়নটি নামকরণের জোর দাবি জানিয়েছেন। সকলের সম্মতিক্রমে আমি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানিয়ে নাম করণ পরিবর্তনের কার্যক্রম শুরু করবো।’

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন চাঁদপুর টাইমসকে জানান, সহদেবপুর নামে এ ইউনিয়নে কোন গ্রাম নেই। প্রায় ৫০ হাজার মানুষের দাবির সাথে আমিও এ ইউনিয়নের নাম ৪নং ‘পালাখাল মডেল’ ইউনিয়ন হিসেবে নাম করণের জোর দাবি জানাচ্ছি।

পালাখাল বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি মো. বাবুল সর্দার ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. অলিউল্লাহ প্রধান একই দাবি জানিয়ে দ্রুত পূর্ব সহদেবপুর ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘পালাখাল মডেল’ ইউনিয়ন হিসেবে নাম করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ২১ পিএম, ৭ নভেম্বর ২০১৬, সোমবার
এইউ

কচুয়ায় ইউনিয়নের নাম পরিবর্তনের দাবী

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply