Home / তথ্য প্রযুক্তি / ইউটিউব জিমেইল ও গুগল ড্রাইভ সার্ভার ডাউন
ইউটিউব

ইউটিউব জিমেইল ও গুগল ড্রাইভ সার্ভার ডাউন

বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ও গুগলের জিমেইল, গুগল ড্রাইভ সার্ভিসহ বেশ কিছু সাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে ব্যবহারকারীরা কেবল “ওফস”, একটি নোট পাচ্ছে যাতে “Something went wrong… লেখা একটি বার্তা দেখাচ্ছে।

তবে এর সাথে গুগলের অন্যান্য সেবাগুলোও ব্যাহত হচ্ছে বলে মনে হচ্ছে। এতে দেখা যাচ্ছে জিমেইল, গুগল ড্রাইভ এবং এর অন্যান্য সার্ভিসগুলোও এ সমস্যার মুখোমুখি হয়েছিল। তবে এ রিপার্ট লেখা পর্যন্ত গুগল সার্চ ইঞ্জিন পাতাটি স্বাভাবিকভাবে কাজ করছে।

এর আগে গত আগস্টে গুগল একাধিক আক্রমণের শিকার হয়ে ইউটিউবকে কিছু সময়ের জন্যে বন্ধ ছিলো। এছাড়া গুগলের অন্যান্য সার্ভিস গত মাসে কিছুটা সমস্যা করেছিলো।

আরও দেখুন- বিনা পয়সায় আর ছবি রাখবে না গুগল

সংস্থাটি তার অনলাইন সেবার জন্যে যেমন জিমেইলের জন্য একটি স্থিতিশিল পাতা দিয়ে রাখছে, যাতে বলা হচ্ছে সামযিক সমস্যা। ইউটিউবে সম্পর্কে ট্র্যাক বা তথ্য না দিয়ে Something went wrong লেখা দেখাচ্ছে।

এ ধরনের সমস্যা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রভাবিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর অনুসারে ইউটিউব ও গুগলের সার্ভিস এশিয়া, ইউরোপ এবং জাপানে সমস্যাগ্রস্ত।

ঢাকা ব্যুরো চীফ, ১৪ ডিসেম্বর ২০২০