সাবেক গণ পরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আঃ করিম পাটওয়ারীর সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এবং বাংলাদেশ সিভিল এভিয়েশনের উপ-পরিচালক মোঃ মাসুম পাটওয়ারীর মাতা মরহুমা ফাতেমা বেগমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) পারিবারিকভাবে কোরআন খতম, বাদ আছর শহরের তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া শেষে কবর জেয়ারত করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারীর পরিচলনায় মিলাদ ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান। আলোচনা সভা শেষে মরহুম আঃ করিম পাটওয়ারী ও সহধর্মিণী মরহুমা ফাতেমা বেগমসহ সকল রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাও. আব্দুস সালাম।
আলোচনা সভায় বক্তরা বলেন, সততা ও আর্দশের প্রতিক হলেন মরহুম আঃ করিম পাটওয়ারী। তিনি পরিস্কার সাদা মনের মানুষ ছিলেন। দল মত নির্বিশেষে তিনি সকলের সাথে মিশতেন ও সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। মরহুম আঃ করিম পাটওয়ারীর সহধর্মিণী সব সময় সহযোগীতা করেছেন বলেই তিনি সফলভাবে কাজ করতে পেরেছেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. হারুনুর রশিদ সাগর, শিক্ষা ও মানব কল্যান সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান,
চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকুনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হেসেন পাটওয়ারী, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, বি এম হান্নান,
সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জি এম শাহিন, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক