কচুয়ায় জাতীয়তাবাদী উপজেলা ছাত্রদলের নব গঠিত আহবায়ক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সাচার এলাকায় অনুষ্ঠিত এ প্রথম সাংগঠনিক সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ সরকার তৌহিদ,মেহেদী হাসান জনি,মোস্তফা কামাল প্রধান,শাহজালাল রিপন,আমিনুল ইসলাম আমিন,মাসুদুল হাসান,মোস্তফা কামাল কিরণ,আমিন উদ্দিন পাঠান,সাইফুল ইসলাম সোহেল ও সদস্য রায়হান হোসেন মামুন,আরিফ হোসেন,আব্দুল মমিন আখন্দ প্রমুখ।
সাংগঠনিক সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল বলেন, সাংগঠনিক নিয়মে প্রকৃত ত্যাগী নির্যাযিত,প্রকৃত ছাত্র ও প্রতিটি ইউনিয়ন থেকে ক্লিন ইমেজের বাছাই করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কচুয়ার বিএনপি’র রাজনীতিকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং সাংগঠনিক নিয়মে কচুয়ার বিএনপি’র বর্তমান অভিভাবক জননেতা মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে এ কমিটি উপহার দেয়া হয়েছে। তাই আমি বিএনপি চেয়ারম্যানপারর্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,জননেতা মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী,সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল পাটওয়ারীসহ সিনিয়র নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। দলকে শক্তিশালী করতে কচুয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি করা হবে।
তিনি আরও বলেন, কচুয়ার বিএনপি’র সাংগঠনিক ও গঠনতন্ত্র মোতাবেক নিয়মে রাজনীতি ফিরিয়ে আনতে কাজ করছেন জননেতা মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।
সদস্য সচিব মোশাররফ হোসেন রুবেল বলেন, আমরা গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মে বিশ্বাসী। সোমবার কচুয়ায় ছাত্রদলের ব্যানারে সংবাদ সম্মেলন করে সিনিয়র এক নেতাকে খুশি করতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে যেসব অবান্তর বক্তব্য দেয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছা
ত্রদলের নেতাকর্মীদের মুখে এসব বক্তব্য শোভা পায় না। আমরা সবাই শহীদ জিয়াউর রহমানের আদর্শে ছাত্রদল করি। আমি কাউকে ছোট করতে চাইনা। আসুন বৃহৎ স্বার্থে সাংগঠনিক নিয়মে সকল ভোদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে সংবাদ সম্মেলনের ওই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাই।
এসময় সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ভূইঁয়া ,সাধারণ সম্পাদক আবু তাহের,বিতারা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো: গাজী মিয়া,সাচার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন সবুজ,স্বেচ্ছাসেবক দল নেতা শাহপরানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহবায়ক ও সদস্য সচিব। নেতাকর্মীরা নতুন আহবায়ক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৯ ডিসেম্বর ২০২০