কচুয়া উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে কুমিল্লা বিভাগীয় টিম ও জেলা যুবদলের সুপারিশে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত শুক্রবার বিকালেএ কমিটির অনুমোদন দেন।
কমিটির আহবায়ক মো: মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন ও সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া। এছাড়া কচুয়া পৌর শাখায় মিজানুর রহমান আহবায়ক ও দুলাল মিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। এদিকে কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা দেয়ায় বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কুমিল্লা বিভাগীয় টিম,চাঁদপুর জেলা নেতৃবৃন্দ ও কচুয়ার বর্তমান অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর প্রতি কৃতজ্ঞতা ও তাদের অভিনন্দন জানিয়েছে নব নির্বাচিত নেতৃবৃন্দ।
অপর দিকে কচুয়া উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষনায় নয়া নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
২ শনিবার দুপুরে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে কমিটির আহবায়ক মো: মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন ও সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়াকে ফুলে ফুলে সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা। এসময় কচুয়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: কামরুজ্জামান কামরুল,সাবেক ছাত্র ফোরামের সভাপতি জিয়াউদ্দিন মজুমদার,যুবদল নেতা সেলিম মাসুদ প্রধান,সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ভূইঁয়া সাধারণ সম্পাদক আবু তাহের,বিতারা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো: গাজী মিয়া।
যুবদল নেতা মো: ইউনুছ মিয়া,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সোহেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নব নির্বাচিত আহবায়ক মো: মহিউদ্দিন মজুমদার ও সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া বলেন, দলের দুর্দিনে সকল ভেদাভেদ ভুলে কচুয়ার জননন্দিত নেতা আলহাজ্ব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সবাইকে এক ও অভিন্ন হয়ে কাজ করতে আহবান জানান।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২ জানুয়ারি ২০২১