Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ৮ আসামি আটক
আসামি

মতলব উত্তরে ৮ আসামি আটক

চাঁদপুরের মতলব উত্তরে চার মামলায় ৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ৭ জন আসামিকে গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়, আর অপর একজন এজাহার নামীয় আসামি।

সোমবার দিবাগত রাতে ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

মতলব উত্তর থানা পুলিশ সুত্র জানায়, নারী শিশু মামলা-৩৭১/২০২০ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) প্রসেস নং-৫৯৩/২১ মূলে আসামী আক্তার হোসেন, পিতা মৃত জমির আলী বেপারী, সাং- পুটিয়ারপাড়, থানা- মতলব উত্তর গ্রেফতার করেন এএসআই সোহাগ ও সঙ্গীয় ফোর্স। পাশাপাশি মিস-৯৬/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৮/২১, প্রসেস নং- ৫৯০/২১ মূলে কাইয়ুম হোসেন, পিতা- মোশারফ আখন্দ ও চায়না বেগম, স্বামী- মোশারফ আখন্দ, উভয় সাং-শাহবাজকান্দি, থানা- মতলব উত্তর গ্রেফতার করেন এএসআই রাজেশ পাল।

এছাড়াও মিস মামলা- ২০/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৫/২১, ৫৮৬/২১, ৫৮১/২১, ৫৮৪/২১ মূলে চারজন আসামী, মিনু বেগম, স্বামী-রফিক, জহির, পিতা- মৃত আলী মিয়া, রেখা, পিতা- মৃত কালাই মিয়া, শাহজালাল, পিতা- মৃত আজিজ উদ্দিন, সর্বসাং- সুজাতপুর, থানা- মতলব উত্তর জেলা গ্রেফতার করেন এসআই মোঃ আল-আমিন, এএসআই গোলাম রসুল, এএসআই মোঃ সেলিম মিয়া ও এএসআই মোঃ দুলাল মিয়া সহ সঙ্গীয় ফোর্স।

এদিকে নিয়মিত মামলার একজন এজাহারনামীয় আসামী ববিতা রানী (৩৫), স্বামী- লিটন মিস্ত্রি, সাং-তিতারকান্দি, পোষ্ট-নন্দলালপুর, মতলব উত্তর, গ্রেফতার করেন এসআই মোঃ আব্দুল আউয়ালও সঙ্গীয় অফিসার।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত মোট ৮ জন আসামীদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল, আর একজন এজাহার নামীয় আসামি।

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ সবসময়ই তৎপর। যাকেই অপরাধের সাথে যুক্ত পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। সামাজিক অপরাধ দমনে আমরা সর্বদা প্রস্তুতি আছি।

নিজস্ব প্রতিবেদক