আসামি জহিরের হুমকিতে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস ব্রিফিং
চাঁদপুরে মাদক মামলার আসামি জহির মিজি (৩৪) কর্তৃক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালককে হুমকির প্রেক্ষিতে প্রেস ব্রিফিং করেছে চাঁদপুর মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৬ ডিসেম্বর রোববার বিকালে জেলা মাদকদ্রব্য কার্যালয়ে প্রেসব্রিফিংএ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শক বাপন সেন, সাব উপ পরিদর্শক মোঃ মুজিবুর রহমান, সহকারী উপ পরিদর্শক কাজী শামছুল বারি, সিপাহী সাইফুর ইসলাম।
আরও পড়ুন… চাঁদপুর চান্দ্রা থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
প্রসঙ্গত,৫ ডিসেম্বর শনিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে অাসামী জহির মিজি (৩৪) দক্ষিন বালিয়া এলাকা থেকে ৪২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আসামি জহিরকে থানা হাজতে হস্তান্তর করলে গেলে অধিদপ্তরের সকলের উদ্দেশ্যে বলেন,আপনারা আমাকে এখনই মেরে ফেলেন, অন্যথায় আমি জামিনে জেল থেকে মুক্তি পেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সকলকে মেরে ফেলবো। আমি ইউনিয়ন যুবলীগ আহবায়ক কমিটির সদস্য, আমি চান্দ্রা এলাকার ত্রাস,আমার কথায় চান্দ্রা ইউনিয়নে সকাল সন্ধ্যা হয়, চাঁদপুর জেলায় আমাদের চাকুরী করার বিষয়ে হুমকি দেন আসামি জহির।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৬ ডিসেম্বর ২০২০