Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আসামিদের

কচুয়ায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চাঁদপুরেরকচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর গ্রামের অধিবাসী ও যুবলীগ নেতা রুবেল হোসেনকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে সহদেবপুর গ্রামে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগ নেতা রুবেল মিয়া ৩০ অক্টোবর রাতে কচুয়া থেকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে নাংলা এলাকায় পৌছলে একদল দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হন। এসময় তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে দাবী করেন। আহত অবস্থায় রুবেল মিয়াকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রুবেল বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। ইন্ধনদতা হিসেবে ইউপি সদস্য মো. হান্নান মিয়া ও আওয়ামী লীগ নেতা রাকিব মিয়াকে দায়ী করেন এবং মামলার অপর আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. রুবেল মিয়া,কাউছার আলম,দেলোয়ার হোসেন, আলমাছ ও সাজেদা বেগম প্রমুখ। এসময় এলাকার নারী পুরুষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য হান্নান মিয়া ও আওয়ামী লীগ নেতা রাকিবুল ইসলাম ভূঁইয়া তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি গভীর ষড়যন্ত্র। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ফায়দা নেয়ার জন্য রুবেলকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে একটি বিশেষ প্রতিপক্ষ হামলা-মামলা ঘটনা সাজিয়ে এ কাজ করছেন।

কচুয়া প্রতিনিধি