Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আশ্রায়ণ প্রকল্প নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান
আশ্রায়ণ প্রকল্প

কচুয়ায় আশ্রায়ণ প্রকল্প নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বজুরীখোলা গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ণ প্রকল্পের ১৫টি পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি রাকিবুল হাসান,সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম প্রধান,ইউপি সদস্য আব্দুল মতিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় আশ্রায়ণ প্রকল্পের বসবাসকারী উপকারভোগী ও এলাকাবাসী সরকারি ঘর নির্মানে কোনো সমস্যা হয়নি এবং কোনো ধরনের ঝামেলা নেই বলে জানান এবং অতি উৎসাহী একটি মহল সরকারি আশ্রায়ন প্রকল্পের ঘর ফাটল দেখা দিয়েছে বলে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান বসবাসকারী উপকারভোগীরা।

কচুয়া প্রতিনিধি