চাঁদপুর শহরের দর্জি ঘাট এলাকার আল ইহসান মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মঙ্গলবার (১৩ মার্চ) সকালে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া।
মাদরাসার চেয়ারম্যান ও গাছতলা দরবার শরীফের প্রধান দোয়াগো পীর সাহেব আল্লামা খাজা মো. অলিউল্ল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বি এম হারুনুর রশীদ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, আল- আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহআলম, আল ইহসান মডেল মাদরাসার অধ্যক্ষ খাজা মোঃ মাকসুদুর রহমান।
মাদরাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিনের পরিচালনায় এসময় মাদরাসার অন্যান্য সহকারী শিক্ষক, শিক্ষিকা, অভিবাবক ও বিভিন্ন শ্রেনির ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৮:১৫ পিএম, ১৩ মার্চ ২০১৮, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur