শাহারাস্তিতে আলোকিত সাহাপুর সামাজিক সংগঠনের রক্ত কণিকা “আলোকিত সাহাপুর” টিমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাহাপুর ফিডার স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্পস অনুষ্ঠিত হয়। এ ক্যাম্প দিনব্যাপী ১শত ২০জন রোগীকে চিকিৎসা প্রদান করেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রদান করা। রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারুক হোসেন। ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা ছাড়াও ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। আলোকিত সাহাপুর সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিচালক শাহরিয়ার ইসলাম চয়ন জানান সকাল ১১ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র মোঃ মোস্তাফা কামাল।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলোকিত সাহাপুর টিমের সভাপতি মোঃ সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন আলোকিত সাহাপুর সংগঠনের সাধারণ সম্পাদক সুজন রায় চৌধুরী সাংগঠনিক সম্পাদক এম এস শামীম রক্তকণিকা পরিচালক সাখাওয়াত হোসেন সোহাগ শাহারিয়া ইসলাম চয়ন প্রচার সম্পাদক বিজয় কৃষ্ণা সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: জামাল হোসেন,১৯ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur