চাঁদপুর সদরের বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম ১ম বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান সোমবার (২৫ জুলাই) সাকাল ১১ টায় মাদ্রসার বভনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা মু. এ কে এম নেয়ামত উল্যাহ খান
অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক ফখরুল ইসলাম মাসুমের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আলহাজ্ব মাও. মু. আহসান উল্যাহ, আরবী প্রভাষক পীরজাদা মাওলানা মু. মাহফুজ উল্যাহ খান, প্রভাষক মাও. মু. মাইনুদ্দিন পাটওয়ারী, ইংরেজী প্রভাষক ছারওয়ারুল ইসলাম, বাংলা প্রবাষক, শ্রী মিণাল কান্তি বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি মাও. আবু বকর সিদ্দিক, অভিভাবক সদস্য গভর্নিং বডি ডা. মাসুদ উল্যাহ পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং শিক্ষকরা নবীন ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন,
শুরুতে কোরআন তেলাওয়াত ও হার্মদ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
শেষে মিলাদ পরিচালনা করেন, মাদ্রসার আরবী প্রভাষক পীরজাদা মাও.মু মাহফুজ উল্যাহ খান। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/07/ahamadullah-e1467476783456.jpg” ]প্রতিবেদক- আহমদ উল্যাহ[/author]: আপডটে, বাংলাদশে সময় ৭:০০ পিএম,২৫ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur