Saturday, 01 August, 2015 02:48:25 AM
চাঁদপুর টাইমস ডেস্ক:
রুবেলের দুর্দান্ত বোলিং এ ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা।
আর এদিকে নবাগত আলোচিত নায়িকা হ্যাপির দায়ের করা রুবেলের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি পেয়ে দারুণ সময় পার করছেন তিনি।
ইতিমধ্যে রুবেল ঘোষণা দিয়েছেন, পরিবারের ইচ্ছেতে আগামী কয়েক মাসের মধ্যেই তিনি জীবনের ২য় ইনিংস শুরু করবেন।
এদিকে হ্যাপিও বলে রেখেছেন, যেকোন মূল্যে রুবেলের বিয়ে আটকাবেন। এতসবের মধ্যে নতুন করে বিতকির্ত লেখিকা তসলিমা টুইট করে বলেছেন, ‘হ্যাপিকে বিয়ে করতে চায়নি রুবেল। মডেলদের সম্পর্কে ইডিয়টের মত মন্তব্য করেছে।
নষ্ট ছেলের মত অন্য মেয়েদের সঙ্গে ফস্টিনস্টি করেছে- এমন অশিক্ষিত, অবিবেচক, অপদার্থ, লম্পট, প্রতারক, ধর্ষককে হ্যাপি কেন বিয়ে করতে চায়, বুঝি না! ওকে যা ইচ্ছে তাই করুক কিন্তু ভুলেও যেন বিয়েটা না করে। আমি রুবেলকে একবার বিছানায় এনে ওর সঙ্গে সঙ্গম করতে চাই। দেখতে চাই ওর লিঙ্গে কত জোর।’
উল্লেখ্য, এই স্ট্যাটাস দেওয়ার পর বিতর্ক শুরু হলে কিছুক্ষন পর সেটি মুছে দেন তসলিমা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur