Saturday, 02 May, 2015 06:49:08 PM
আমি বাঙালী এটাই আমার আসল পরিচয়
যে পরিচয় ভুলিবে না কেহ অমর অক্ষয়।
যে পরিচয় মোর গর্ব আর অহংকারে ভরা
যার ইতিহাস জানে এই বৃহত্ বসুন্ধরা।
সে পরিচয়ের কথা বলিতে দ্বিধা কেন আমার?
আমি বাঙালী এ সত্য গর্বে বলব বারবার।
এই বাঙালী কথার ভিতর নিহিত ইতিহাস
এই বাঙালী কথাটি বলিতেই ছেড়ে দেই শ্বাস।
এই বাঙালীকে প্রণাম করে বিশ্বের কতো মানুষ
এই বাঙালীকে দেখেই গোটা বিশ্ব হয়ে যায় হুশ।
এ বাঙালীই সাহসী জাতি করেছে আন্দোলন
ব্রিটিশ ও পাকিস্থানকে করিয়াছে দংশন।
আমি বাঙালী আছে আমার হাজার অহংকার
কেউ পারে নি মোর শিরকে নোয়াবার।
পারবে না কেননা আমি জয় বাংলার প্রদীপ
যখন আমার জনকের নাম সংগ্রামী শেখ মুজিব।
কবি পরিচিতি :
মোঃ শামীম মাহমুদ
মাদারগঞ্জ,জামালপুর
মোবাঃ ০১৭৮৬৪৭৬৬৮০
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur