Home / আন্তর্জাতিক / ‘আমি আমার সমাপ্তি দেখতে পাচ্ছিলাম’
আমি আমার সমাপ্তি

‘আমি আমার সমাপ্তি দেখতে পাচ্ছিলাম’

‘আমি আমার সমাপ্তি দেখতে পাচ্ছিলাম’। কভিড-১৯ থেকে কিভাবে বেঁচে উঠলেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বেলজিয়ামের ডাক্তার অ্যান্তয়নে সাসিনে। তিনি তিন সপ্তাহ পর কোমা থেকে ফিরেছেন। ব্রাসেলস এর ডেল্টা চিরেক হাসপাতালের এ চিকিৎসক বলেন, ‘ভেবেছিলাম আমি মারা যাচ্ছিলাম, আর কখনই জেগে উঠবো না।’

রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এক পর্যায়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হন ৫৮ বছর বয়সী এ ডাক্তার। তারপর ক্রমেই তার অবস্থা খারাপ হতে থাকলে তাকে আইসিউতে পাঠানো হয়। পরিস্থিতির খুব অবনতি হওয়ায় তাকে তিন সপ্তাহ কোমায় অবস্থান করতে হয়। তিনি বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে যাওয়ার পর্যায়ে থাকলেও বাবার স্বপ্ন মনের মধ্যে বারবার উঁকি দিচ্ছিলো।’

অভিজ্ঞতার বর্ণনা দিয়ে গিয়ে তিনি বলেন, ‘অবিশ্বাস্যরকম পরিস্থিতি। আমার বাবা চারবছর আগে মারা গিয়েছিলেন। এখন আমি যখন প্রায় মারা যাচ্ছি, স্বপ্নে বাবা আসলেন। আমি অনেক সময় ধরে তার সঙ্গে কথা বলেছি। মানুষের সেবা করার মিশনের কথা স্বরণ করিয়ে দিলেন। এরপরই যেনো নতুন আরেকটি জীবন নিয়ে আসলাম।’

তিনি বলেন, ‘আমার অনেক আনন্দ লেগেছিলো, যখন ঘুম থেকে জেগে উঠলাম, দেখতে পেলাম অনেক বন্ধু-বান্ধব আমার চারপাশে দাঁড়িয়ে আছে।’ পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ডা. অ্যান্তয়নে সাসিনে এখন বাসায় অবস্থান করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী বেলজিয়ামে এ পর্যন্ত ৩৮ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ হাজার ৬৮৩ জন মারা গেছেন। সূত্র: রয়টার্স