বিনোদন ডেস্ক:
এবার বলিউড সুপারস্টার আমির খানের দিকে নজর পড়েছে বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নোস্টার সানি লিওনের। একেই বোধহয় বলে আমিরি প্রেম! ‘মিস্টার পারফেকশনিস্ট’এর প্রেমে পড়েছেন অনেক তরুণীই। সেই তালিকায় এবার যোগ হলেন সানি লিওন। আমির খানের প্রেমে আপাতত হাবুডুবু খাচ্ছেন সানি!
স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়েছেন সানি। তার আসন্ন ছবি ‘দঙ্গল’এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। আমিরের ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছে সানির।
টুইট করেছেন, ‘আমির তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। মোটে অর নট, ইউ স্টিল হট।’ যদিও সানির এই ভালো লাগাকে আমির খান কীভাবে দেখছেন তা জানাননি এখনো।
‘দঙ্গল’এর জন্য ওজন বাড়িয়ে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে তার। সব মিলিয়ে নতুন ছবিতেই ফোকাস করেছেন নায়ক। তবে সোশ্যাল মিডিয়ায় আমিরের প্রতি সানির ভালোবাসা নিয়ে এখন জোর চর্চা চলছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur