সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘বিশ্বের মধ্যে উন্নয়নের দিক দিয়ে একমাত্র বাংলাদেশই খুব সিমিত সম্পদ নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। যার পলে বিশ্বের অন্য রাষ্ট্রগুলো অবাক চোখে আমাদের এই উন্নতি দেখছে।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় অঙ্গীকার পাদদেশে জাতীয় ও বিজয় মেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁদপুরের মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এ উন্নয়নে ম্যাজিক কি তা অনেকেই জানতে চায়। আমরা বলি, এ ম্যাজিকের নাম জননেত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বে দেশ এভাবে এগিয়ে যাচ্ছে। যখন দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধীরা ভুয়া ভোটারদের সমর্থন নিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তখন দেশ পেছনের দিকে চলে যায়। আর যখন দেশের রাষ্ট্র প্রধান হয় একজন শেখ হাসিনা নামের দেশ প্রমিক তখন উন্নয়নের জোয়ারে দেশ ভাসতে থাকে।’
উদ্বোধকের বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে শহীদ এলাহী বক্স পাটওয়ারীর বীর বিক্রমের সহধর্মীনী লুৎফা বেগম এবং বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
এর আগে মাসব্যাপি বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা আকাশে উড়িয়ে, বিজয় মেলার পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।
বিকেল সাড়ে ৪ টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রা শেষে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডা. দীপু মনি বলেন, ‘আমাদের যার যার যে দায়িত্ব এবং কর্তব্য তা সঠিকভাবে পালন করতে পারলে এদেশ থেকে দুনীর্তি চিরতরে নির্মূল করা সম্ভব। মা ইলিশ রক্ষা করে চাঁদপুরবাসী প্রমাণ করেছে “আমরা সব পারি”। এ ঐক্যকে ধরে রাখতে হবে। আমাদের ছোট ছোট ভালো কাজগুলোই অনেক বড় অর্জন এনে দিতে পারে। চাঁদপুরের এসবি খালটি দখল মুক্ত করে হাতির ঝিলের আদলে গড়ে তুলতে আমার খুব ইচ্ছে করে। এটি দখলমুক্ত করতে হলে যারা সমাজের নেতৃত্ব দেন, তাদের সহযোগিতা প্রয়োজন। ভূমিদস্যুদের প্রতিরোধ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা সবাই মিলে চাঁদপুরকে সুন্দর করে গড়ে তুলি।’
সম্মিলিতভাবে চাদপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার জানিয়ে আহবান জানিয়ে তিনি বলেন, ‘যারা একাত্তরে স্বাধীনতা বিরোধীতা করেছে তারা এখানে আমাদের মাঝে ঘাপটি মেরে বসে আছে। এরা কখনোই দেশের ভালো চায়নি। দেশের উন্নয়নে ঐক্যের কোনো বিকল্প নেই। কিন্তু দেশ প্রেম, দেশদ্রহিতা, ন্যায় ও অন্যায়ের মধ্যে বিভাজন থাকবেনই। তাদের সাথে কখনোই ঐক্য হতে পারে না। যুদ্ধ জাহাজ এমবি লোরামকে কেন্দ্র করে চাঁদপুরে একটি মুক্তিযুদ্ধের যাদুঘর করার কাজ চলছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি আমাকে কথা দিয়েছেন যে চাঁদপুরে একটি যাদুঘর তিনি করে দিবেন। চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর মোরাল অতিদ্রুত করা হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক মহা-সচিব অ্যাড. বদিউজ্জামান কিরণের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযুদ্ধের বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সফিউদ্দিন আহমেদ, বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মন্টু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজয় মেলার মহাসচিব শহীদ পাটোয়ারী ও মাঠ ও মঞ্চের আহ্বায়ক হারুন আল রশীদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, মাও. জাবের আহমেদ, গীতা পাঠ করেন, সুখরঞ্জন ব্রক্ষ্মচারী, বাইবেল পাঠ করেন মনিন্দ্র বর্মন, ত্রিপিটক পাঠ করেন ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
প্রতিবেদক- আশিক বিন রহিম : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ