চাঁদপুরের কচুয়ার বিভিন্ন এলাকার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ কর্মহীন, রিক্সাচালক ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে গত সোম ও মঙ্গলবার উপজেলা বিএনপি’র অন্যতম সিনিয়র নেতা, জাতীয় স্বরন মঞ্চের সভাপতি, প্রকৌশলী আ.হ.ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের উদ্যোগে করোনা ভাইরাস দুর্যোগে অসহায় ২ হাজার পরিবারের মাস্কসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপজেলা বিএনপি নেতা প্রকৌশলী আহম মনিরুজ্জামান দেওয়ান মানিক বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই কার্যক্রম হাতে নিয়েছি। দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমার নিজের সামর্থ্য অনুযায়ী করোনার কারণে খেটে খাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, আপনারা পরিবার, পরিজন নিয়ে ঘরে থাকুন নিরাপদে থাকুন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৭ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur