Thursday, June 18, 2015 03:19:13 AM
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি এবং এ ধরনের অন্যান্য জালিয়াতির পর অভিযুক্তদের কোনো বিচারের মুখোমুখি কেন করা যায় তা নিয়ে প্রশ্ন তুললেন জাসদের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু; এরা কি আকাশে থাকে, এরা কি হিমালয়ে থাকে, যে এদের বিরুদ্ধে কিছু করা যায় না?’
বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি অর্থমন্ত্রীর কাছে এসব প্রশ্ন তুলেন।
মাইনুদ্দিন খান বাদল বলেন, ‘এই যে যারা হাজার হাজার কোটি টাকা জালিয়াতির মধ্যদিয়ে আত্মসাৎ করছেন, তারাই আবার ক্ষমতার আশেপাশে থাকেন। তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের কাঠগড়ায় দাঁড় করানো তো দূরের কথা, তারা ক্ষমতার আশেপাশেই থাকে। এটা মেনে নেয়া যায় না। মাননীয় অর্থমন্ত্রী, আমাদের কি কিছুই করার নাই এদের বিরুদ্ধে?’
এভাবে ঋণ জালিয়াতির মধ্য দিয়ে অর্থ যেতে থাকলে বাজেট দিয়ে কি লাভ হবে তা তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান। বাদল বলেন, ‘এখন পয়সা কামানোর সহজ উপায় হলো কোনো একটি জায়গায় দাঁড়িয়ে ঋণ নেয়া। দিনের পর দিন এক শ্রেণীর মানুষ ব্যাংক থেকে এভাবে ঋণ নিয়ে যাচ্ছে। এক দু বছর পর সে ঋণ অবলোপন করা হবে। এভাবে যারা জনগণের রক্ত খেয়ে যাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না এটা মেনে নেয়া যায় না।’
এসময় অর্থমন্ত্রীর কাছে জালিয়াতদের বিরুদ্ধে স্পিকারের কাছে রুলিং দেয়ার দাবি করেন তিনি। তিনি বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী কিছু একটা করুন।’
বুধবার একটি দৈনিক পত্রিকায় বেসিক ব্যাংকের ৩ হাজার কোটি টাকার একটি জালিয়াতির খবর দেখে বাদল এসব কথা বলেন।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur