সিলেট নগরীর নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩জন পতিতা নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে লালমনিরহাট জেলার আদিত বাড়ি থানার হাজীগঞ্জ গ্রামের আবুল কালামের মেয়ে জোস্না বেগম( ২৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নিখলা হাটা গ্রামের মোহাম্মদ আলির মেয়ে সাথি বেগম (২৭) ও নরসিংদি চাঁদপুর রায়পুরের মৃত জযনাল মিয়ার মেয়ে লিজা আক্তার (২৩)। আটককৃতদেরকে অসামাজিকতার অভিযোগে কোতয়ালী থানার নন এফআইর নম্বর ১০৮ মূলে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নগরীর বন্দর বাজারস্থ সুরমা মার্কেট এলাকায় অবস্থিত নিউ সুরমা আবাসিক হোটেলের মালিক আজরব আলী চৌধুরী পতিতাদের দিয়ে কয়েক মাস ধরে রমরমা ব্যাবসা চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার সিলেট কোতয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি সোহেল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে করেন। তবে অভিযানের সময় হোটেল মালিক বা ম্যানাজারকে পাওয়া যায়নি । তারা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur