Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / আবারো মাঠে নামছেন মিজানুর রহমান কালু ভূঁইয়া
মাঠে

আবারো মাঠে নামছেন মিজানুর রহমান কালু ভূঁইয়া

দ্বাদশ সংসদ নির্বাচনের পর আসছে উপজেলা নির্বাচন । উপজেলা নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। অনেক প্রার্থী বিভিন্ন ইউনিয়নে ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ করছেন। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বেশ কিছু চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে রয়েছেন তার মধ্যে অন্যতম চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুইয়া তিনি এবারও সদর উপজেলা নির্বাচনে মাঠে লড়বেন । চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুইয়া বলেন আমি গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন সকল উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হইতে পারবে সেই নির্দেশে অনুযায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ভোট কেমন হয়েছে আপনারা জানেন নির্বাচনে ও ভোটার উপস্থিত কমহলেও তারপরও আমি প্রায় ২০ থেকে ২৫ হাজার ভোট পেয়েছি। এবারের নির্বাচনে দলীয় কোন নৌকা মার্কা থাকবেনা এ জন্য সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করবো যেহেতু আমার জনপ্রিয়তা ও ভোটব্যাংক রয়েছে এবং মানুষ আমাকে ভালবাসে তাই নির্বাচন করব এ নির্বাচনে আমি বিজয়ী হলে মানুষের জন্যকিছু একটা করতে চাই যেমন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ডিজিটাল বাংলাদেশ গড়ে আমরা স্মার্ট বাংলাদেশে পৌছতে যাচ্ছি। সেই আলোকে গ্রাম হবে শহর প্রত্যেক ইউনিয়নে গ্রামকে শহর কে, রূপান্তিত করা। এবং অসহায় মানুষের সকল সরকারি সুবিধা থেকে বঞ্চিত যেন না হয় তাদেরকে স্বাবলম্বী করা। আমি জনসাধারণের পাশে থেকে কাজ করতে চাই।

আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুইয়া তৃণমূল থেকে রাজনীতিক পরিচিতি রয়েছে তাহার পিতা নাম মৃত মোহাম্মদ নূরুল হক ভূঁইয়া, মাতা মৃত আনোয়ারা বেগম, তাহার রাজনীতি শুরু ১৯৮৬ সালে আহবায়ক কমিটির সদস্য চাঁদপুর পৌর যুবলীগ এবং ১৯৯৩ সালে চাঁদপুর জেলা শাখার সদস্য, ১৯৯৩ শেষ দিকে চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন,১৯৯৫ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর পৌর শাখার সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন তিনি। ২০০০ সালে পুনরায় সম্মেলনের মাধ্যমে আবারো সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ১৫ই মার্চ চাঁদপুর জেলা শাখা ত্রিবাষিক সম্মেলন হয়। সর্বপ্রথম কাউন্সিলরদের প্রত্যেক ভোটের মাধ্যমে জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়। সর্বশেষ ২০ ১৩ সালে পুনরায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার আহবায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে এ পর্যন্ত তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন । আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুইয়া আরো বলেন, যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলন ৯০ এর গণ আন্দোলন ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি বিএনপি’র অবৈধ নির্বাচন প্রতিহত সহ অসহযোগ আন্দোলনে ভূমিকা রাখা এবং জাতীয় ও স্থানীয় সমস্ত নির্বাচনে দলের নির্দেশে ক্রমে কাজ করেছি। যেহেতু আমি এবারও চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। সকলের কাছে দোয়া কামনা করছি।

এম কে এরশাদ, ২০ ফেব্রুয়ারি ২০২৪