Home / চাঁদপুর / আপনের ঈদ উপহার পেল অর্ধশতাধিক পরিবার
ঈদ

আপনের ঈদ উপহার পেল অর্ধশতাধিক পরিবার

চাঁদপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে সামাজিক সংগঠন ‘আপন’।

৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় ফেমাস ডেন্টাল কেয়ারে অর্ধশত পরিবারকে এই উপহার প্রদান করা হয়।

ঈদ উপরহারের প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, রসুন, সেমাই, চিনি, দুধ, মসলা ইত্যাদি। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো শহিদউল্লাহ স্মৃতি সংসদ।

‘আপন’ এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন,অস্টেলিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ নার্গিস ফুড ফ্যাভিলিয়নেরস্বত্বাধিকারী মো. জাকির হোসেন প্রধানিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, আপন এর উপদেষ্টা ডা. মাসুদ হাসান, রৌশন আরা, নির্বাহী সদস্য আব্দুল আজিজ শিশির।

বক্তারা বলেন, আমরা পর নই’ এ স্লোগান সামনে রেখে পথচলা সামাজিক সংগঠন আপন চাঁদপুরে নানামুখী সামাজিক কাজ করে যাচ্ছে। করোনার দূর্যোগে তাদের মানবিক কাজগুলো চাঁদপুরবাসীর মন জয় করেছে। ঈদের আগের দিন নিম্নমধ্যবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ঈদ উপহারসামগ্রী প্রদান করেছে আপন। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপন তাদের নিজস্ব সামর্থ্যের মাধ্যমে এই কাজটি করেছে। এর আগেও তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আপন পরিবারকে অন্তরিক ধন্যবাদ জানাই।

এসময় আপন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট, ৮ জুলাই ২০২২