বসুন্ধরা সিটি শপিংমলে বারবার কেন আগুন লাগে, তা জানতে চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
ঘটনাস্থলে গিয়ে বসুন্ধরা সিটির কর্মকর্তাদের উদ্দেশে মেয়র আনিসুল হক জিজ্ঞাসা করেন, ‘আপনাদের এখানে বারবার আগুন কেন লাগে?’
রোববার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা শপিংমলের ছয়তলায় জুতার দোকান থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা যায়। এর পর থেকে ছয়, সাত ও আটতলার বিভিন্ন জানালা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানকে মেয়র জিজ্ঞাসা করেন, ‘আগুন নেভানোর কাজে কোনো হেলিকপ্টার লাগবে কি না। এর উত্তরে মহাপরিচালক বলেন, হেলিকপ্টারের বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়তে পারে। ফলে হেলিকপ্টার এখন দরকার নেই।’
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে। বসুন্ধরা সিটির সামনে ও পেছনে অবস্থান নিয়ে তারা আগুন নেভাচ্ছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:১০ পিএম, ২১ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur