Home / উপজেলা সংবাদ / আধুনিক যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
শিক্ষার

আধুনিক যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ‘কোনো মায়েরাই আপনাদের কোমলমতি ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দেবেন না। লেখাপড়ার কাজে মোবাইল দরকার হলে ফোরজি এর পরিবর্তে টুজি মোবাইল দিবেন। আধুনিক যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে চলছে। দেশের দায়িত্ব একদিন আমাদের মত এ শিশুদেরই নিতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়নে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কর্মসূচী গ্রহণ করেছেন। তিনি বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিকগুলো সক্রিয় করেছেন। যেখানে মাতৃমৃত্যু লাখে ৪শ ৯৪ জন ছিল তা ১শ ৬৩ জনে নেমে এসেছে। এছাড়াও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সমস্যা সমাধানের জন্য একটি বহুতল ভবন নির্মাণের বিষয়টি সমাধান হবে বলে জানান।

১৪ মার্চ সোমবার মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, ‘শিক্ষার মাধ্যমে উন্নত জাতি গঠনে সুশিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষা বিস্তারে আ’লীগ সভাপতি শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার আমলে নারী শিকার যেমন উন্নতি হয়েছে, তেমনি দেশের সর্বোচ্চ পর্যায়ে নারীদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে পড়ালেখার প্রতি বেশী বেশী মনোযোগী হও।তাহলে তোমরাও একদিন উচ্চ শিক্ষা লাভ করে সরকারের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হবে।’

মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন -মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান,মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোজাহের হোসেন।অপরদিকে ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন,সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, সহকারী শিক্ষা অফিসার নাজমুন নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার তানবীর হাসান। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উভয় প্রতিষ্ঠানের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর সারোয়ার সরকার লিখন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৪ মার্চ ২০২২