chandpurtimes Desk:
‘লিভটুগেদার’ সম্পর্কে ধর্ষণের আওতার বাইরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ কথা জানিয়েছেন। অনিল দত্ত শর্মা নামে এক ব্যক্তি জনস্বার্থের এ মামলাটি দায়ের করেন।
আর্জি জানিয়ে মামলায় তিনি আবেদন করেন, ‘লিভটুগেদার’ কিংবা ‘লিভ ইন’ সম্পর্ককে ধর্ষণের আওতার বাইরে রাখা হোক। সেই সঙ্গে এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা তৈরি করে দিতে আদালতে নির্দেশনা চাওয়া হয়।
কিন্তু এ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জি রোহিনী এবং বিচারপতি রাজীব সহায় এন্দলোর ডিভিশন বেঞ্চ বলেন, ‘লিভ ইন সম্পর্ককে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার (ধর্ষণ) বাইরে রাখা হলে এই সম্পর্ককে বিয়ের মর্যাদা দেয়া হয়ে যাবে। যা কখনোই সম্ভব নয়। কারণ বিয়ে আর লিভ ইন সম্পর্ক এক নয়।’
জনস্বার্থ মামলাটিতে আরো আবেদন জানানো হয়- ‘লিভ ইন’ সম্পর্কে কোনো পার্টনার যদি অন্যকোনো পার্টনারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনেন, তবে তা ধর্ষণ নয়, প্রতারণার মামলা হিসেবে নথিভূক্ত করা হোক। এই আবেদনও খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur