Saturday, 11 April, 2015 06:06:18 AM
বিনোদন ডেস্ক :
রহস্য খুলেছে অভিনেত্রী মৃত্যু রহস্যের। আত্মহত্যা করেছেন দিশা, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এই সিদ্ধান্তেই এসেছে পুলিশ। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ বলছে, অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায় আত্মহত্যাই করেছেন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের পর এমনই জানা গেছে। গলায় ফাঁসের দাগ ছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পাকস্থলীতে অল্প খাবার থেকে পুলিশের ধারণা ডিনারের ঘণ্টা দু`য়েক পরে রাত দেড়টার দিকে মৃত্যু হয়েছে দিশার।
এদিকে তদন্তের জন্য পুলিশ জেরা করেছে দিশার প্রেমিক ভিভানকে। অভিনেত্রী দিশা গাঙ্গুলির সঙ্গে বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল ভিভানের।
শুক্রবারই নাইরোবি থেকে কলকাতায় ফিরেছেন দিশার মা বাবা। পুলিশ তাদের সঙ্গেও কথা বলেছে। মৃত্যুর নির্দিষ্ট কারণ খুঁজতে দেখা হচ্ছে দিশার মোবাইলের কললিস্টও।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur