Home / চাঁদপুর / চাঁদপুরে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি ফের আটক
আটক

চাঁদপুরে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি ফের আটক

চাঁদপুরে রেলের ফিশপ্লেট চুরির ঘটনায় আটকের পর হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া মোহন গাজীকে ফের আটক করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রেলের নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক মনির হোসেন ও মোহন গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক

এর আগে শহরের ভাংগারি ব্যাবসায়ীদের সহায়তায় রেলের চুরি হওয়া ফিশপ্লেট উদ্ধার এবং অভিযুক্ত চোরদ্বয়কে আটক করে রেলের নিরাপত্তাবাহিনী।

রেলওয়ে কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিন পূর্বে চাঁদপুর রেলওয়ের বড় স্টেশন এলাকায় থেকে রেল ওয়াশফিটের ১৬টি ফিশপ্লেট (এমএসপ্লেট) চুরি হয়ে যায়। চুরির খবর জানতে পেরে সাথে সাথে তারা চুরি হওয়া ফিশপ্লেট উদ্ধারে তারা মাঠে নামেন।

এরপর রেল কর্তৃপক্ষ বিষয়টি পুরাতন লোহা ও শহরের ভাংগারি ব্যবসায়ীদের জানান এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যবসায়ীদের সহযোগিতা চান।

এরপর ভাংগারী ব্যবসায়ী নেতা মুকবুল নিজের প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করে ১৫টি ফিশপ্লেট উদ্ধার করে রেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। পাশাপাশি যারা চুরি করা এই ফিশপ্লেট গুলো মিথ্যার আশ্রয় নিয়ে তাদের কাছে বিক্রি করেছে তাদের আটক করতে সহযোগীতা করেন। এজন্য আমরা ভাংগারি ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছি এবং উর্ধতন কতৃপক্ষকে তদন্ত প্রতিবেদন দিয়েছি।

ভাংগারী ব্যবসায়ী নেতা মুকবুল হোসেন চাঁদপুর টাইমসকে জানান, আমাদের ব্যবসাই হলো পুরাতন ভাংগারি মাল ক্রয়-বিক্রয়। আটক দুই যুবক মিথ্যার আশ্রয় নিয়ে ময়লামিশ্রিত লোহার ফিশপ্লেট গুলো কয়েকটি দোকানে বিক্রি করেছে। রেল কর্তৃপক্ষ তাদের ফিশপ্লেট চুরির বিষয়টি আমাদের অবগত করলে সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সবার সহযোগীতায় ১৫টি ফিশপ্লেট উদ্ধার করে দিয়েছি।

তিনি আরো জানান, ঘটনায় জড়িতদের দেয়া তথ্যও রেল কর্তৃপক্ষকে দেয়া হয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় অভিযুক্ত মনির ও মোহনকে আটক করে রেলওয়ের নিরাপত্তা বাহিনী।

এরপর থেকে আমরা এসব মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকবো, এবং সমিতির অন্যান্য সদস্যদেরও এই মেসেজ দেয়া হয়েছে।

আটক চোরদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, তারা রিকসা ও আটোবাইক চালানোর ফাঁকে সুযোগ বুঝে চুরি করার এ কাজে জড়িত থাকে। তারা ফিসপ্লেটগুলো চুরি করে তথ্য গোপন করে বিক্রি করে।

এই ঘটনায় চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো: খোরশেদ আলম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো: খোরশেদ আলম চাঁদপুর টাইমসকে জানান, আটক দুই চোরের মোহন নামের একজন পালিয়ে যায়। এরপর রেলের নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্নস্থানে চিরুনি অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক আসামীদের রেল পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২০ সেপ্টেম্বর ২০২১