চাঁদপুরের মতলব উত্তরে ৬ বছরের শিশু ধর্ষণকারীকে আটক করা হয়েছে। ৬ বছরের শিশু কন্যাকে গজরা গ্রামের তারই পার্শ্ববর্তী বাড়ীর নরপিশাচ অরুন ভূইয়া (৫০) ধর্ষণ করে।
গত ১৪ জুলাই ভিকটিমের পিতা থানায় লিখিত অভিযোগে জানান, তার ৬ বছরের অবুঝ শিশু কন্যাকে তারই পার্শ্ববর্তী বাড়ির নরপিশাচ অরুন ভূইয়া (৫০) জোর পূর্বক মুখে চাপ দিয়ে ধর্ষণ করে এবং যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে।
অরুন ভূইয়া গজরা ভূঁইয়া বাড়ির মৃত. আবদুল কাদির ভূঁইয়ার ছেলে।
উক্ত ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ভিকটিমের সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কাৎক্ষণিক একটি নিয়মিত মামলা রুজু করে আসামী গ্রেফতারের জন্য সাড়াশী অভিযান পরিচালনা করেন।
মামলা রুজুর পর এসআই মোঃ মোবারক আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় এজাহারনামীয় আসামী অরুন ভূইয়া (৫০)কে গ্রেফতার করে আসামীকে আদালতে সোপর্দ করেন।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur