আজ (১ জুলাই) ব্যাংক হলিডে (ছুটির দিন)। এ উপলক্ষে দিনটিতে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এজন্য বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকারগণ জানান, ৩০ জুন ব্যাংকগুলো ষান্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে চূড়ান্ত হিসাব করা হয়। দীর্ঘসময় ধরে হিসাব বিবরণী প্রস্তুত করতে গিয়ে ক্লান্ত ব্যাংকারদের বিশ্রাম দিতে ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালিত হয়।
অবশ্য অনেক ক্ষেত্রে শাখা থেকে পাঠানো হিসাব একদিনে সম্পন্ন হয় না। যে কারণে পরদিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ হওয়ার পরও ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু শাখা খোলা রাখা হয়। বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না ব্যাংকগুলো।
একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।
বার্তা কক্ষ ,১ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur