Home / চাঁদপুর / আজ চাঁদপুরে রোটারীর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান
রোটারী, চাঁদপুরে, চাঁদপুরে, চাঁদপুরে, চাঁদপুরে

আজ চাঁদপুরে রোটারীর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

আজ ২০ নভেম্বর শুক্রবার চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হচ্ছে। ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো।

৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর রোটারী ক্লাবের কর্মকর্তাগণ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর উদ্যাপন কমিটির আহ্বায়ক রোটারিয়ান পিপি কাজী শাহাদাত জানান, ২০ নভেম্বর চাঁদপুরে রোটারীর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকছে সকাল ৭টায় চাঁদপুর পৌর কবরস্থানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মরহুম রোটারিয়ান ডাঃ নূরুর রহমানের কবর জিয়ারত, সাড়ে ৭টায় চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে র‌্যালি, সাড়ে ৮টায় ডাকাতিয়ায় নদী ভ্রমণ, বেলা ১১টায় রোটারী ভবনে চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৬তম অভিষেক অনুষ্ঠান, আড়াইটায় চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৪৬তম অভিষেক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় চাঁদপুর রোটারী ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হবে।

চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল উপস্থিত থাকছেন।

এছাড়া দিনভর পিঠা উৎসব ও র‌্যাফেল ড্রসহ অন্যান্য আয়োজন থাকছে আজকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব ও চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সাথে চাঁদপুর রোটারী ক্লাবের যৌথ সভাসহ বিভিন্ন উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাসির উদ্দিন খান জানান, আজ চাঁদপুরে রোটারীর ৫০ বছর পূর্তি হবে। সে উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। দিনটিকে স্মরণীয় রাখার জন্যে আমাদের কর্মসূচিগুলো স্বাস্থ্যবিধি মেনেই করা হবে।

করেসপন্ডেট,২০ নভেম্বর ২০২০