আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে শারমিন (২৫) নামে এক নারী জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় এক সহযোগীসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও আহত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পাঁচ সদস্য।
কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আজিমপুরে জঙ্গি আস্তানায় চলছে পুলিশের অভিযানঅতিরিক্ত উপ–কমিশনার জানান, আজিমপুরের বাড়িটিকে পুলিশ ঘিরে দাঁড়ালে জঙ্গিরা বিস্ফোরক ছোড়ে। এতে চার পুলিশ সদস্য আহত হন।
শনিবার রাত সোয়া ৮টার দিকে আহত নারী জঙ্গি শারমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
আজিমপুর এলাকার বিজিবি ১ নম্বর গেট সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। তারা হলেন মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী। ঢামেকে তাদের চিকিৎসা চলছে।(বাংলা ট্রিবি্উন)
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৯:২৭ পিএম,১০ সেপ্টেম্বন ২০১৬ শনিবার
এইউ